Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
শহীদ স্মৃতি স্তম্ভ
বিস্তারিত

মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার কর্তৃক গণ হত্যায় নিহতদের স্মরনে তৈরি।

 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকাহনাদারদের দোসর রাজাকারদের সহযোগিতায় ৩১মে/৭১ তারিখ পাকহানাদার বাহিনী কলসাঠীতে তিন দিক থেকে আক্রমন করে। তারা অনেক লোকজন ধরে কলসকাঠী খালের পাড়ে (বর্তমান চালের বাজার) জড়ো করে এবং খালের পাড়ে সারিবদ্ধভাবে দাড় করিয়ে গুলি করে হত্যা করে। তখনকার লোকদের মুখে শোনা যায় সেদিন খালি অসংখ্য লাশ ভেসে থাকতে দেখা যায় তাতে অনুমান করা যায় প্রায় পাচ/ছয়শত লোককে হত্যা করা হয়েছিল। কলসকাঠী জন সাধারণ তাদের নিজেদের উদ্যোগে ও একজন ব্যক্তির অর্থায়নে এই সকল শীদদের স্মরনে কলসকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মান করা হয় শহীদ স্মৃতি স্তম্ভ।