গতকাল কলসকাঠী ইউনিয়ন পরিষদের সেমিনার কক্ষে বিদেশ গমনে সচেতনতা ও কর্মজীবিদের নিরাপদ অভিবাসন শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কলসকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মনু তালুকদার। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্রাক অভিবাসন প্রকল্পের ফির্ড কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন, সাংবাদিক খলিলুর রহমান, সাংবাদিক মাসুদ সিকদার, সকল ইউপি সদস্য, স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালায় বক্তারা বলেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রতারনার শিকার না হয়ে আগে ভাগে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুর অফিস থেকে সকল তথ্য জেনে নিতে হবে। বক্তরা আরও বলেন প্রবাসী কল্যান ব্যাংক ও ব্রাক বিদশগামীদের সহজ শর্তে লোন দিয়ে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস